গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচীর আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়োগ করা হবে।
পদের নামঃ
ক্রেডিট অফিসার
পদের সংখ্যাঃ
১০০ জন
শিক্ষাগত যোগ্যতা ও বয়সঃ
- স্নাতক ডিগ্রী (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) ।
- কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে ।
- বয়স-১৮-৩০ বৎসর হতে হবে ।
- অধ্যায়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই ।
বেতনঃ
- শিক্ষানবীশ কাল (ছয় মাস) ১৮,০০০/- এবং জিকেটি বিধি মোতাবেক চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০/-টাকা।
সুবিধাদিঃ
- চাকুরি স্থায়ী হওয়ার পর পিএফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, কৃতিত্ব প্রণোদনা ও কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় ।
- সাক্ষাতের সময়ে প্রয়োজনীয় মূল কাগজ পত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযোগ করতে হবে : পূর্ণ জীবন বৃত্তান্ত (মোবাইল ফোন নম্বর সহ) সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্যতোলা ২(দুই) কপি পাসপোর্ট সাইজ এর সত্যায়িত রঙ্গিন ছবি, সঙ্গে নিয়ে আসতে হবে। আবেদনের প্রক্রিয়া গণ কল্যাণ ট্রাষ্টের http://recruit.gktbd.org/ সাইটের মাধ্যমে পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে।
শর্তসমূহঃ
সংস্থার নিয়মানুযায়ী ২০,০০০/-(বিশ হাজার) টাকা (ফেরৎ যোগ্য) জামানত জমা করতে হবে। জমাকৃত টাকার উপর বার্ষিক ৬% হারে সুদ প্রদান করা হবে। সাক্ষাৎ কারের পূর্বে রেজিষ্টেশন ফি বাবদ ১০০/-(একশত টাকা) জমা দিতে হইবে।নিয়োগের সকল কার্যাদি সংস্থার চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত।
প্রয়োজনে যোগাযোগঃ
gktmfi@yahoo.com
আগের পেজে ফিরে যান
আবেদন করুন